Calcutta Time  : বোতাম লাগাতে ভুলে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া, হুঁশ ফিরতেই বক্ষ ঢাকলেন

অন্তবাস থেকে শুরু করে উন্মুক্ত বুক,এইবার শুধু নয় এর আগে একাধিকবার পোশাক বিতর্কে শামিল হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম।আবারো পোশাক ফ্যাশন বিতর্কে জড়ানো প্রিয়াঙ্কা চোপড়া। জামার বোতাম লাগাতে। ভুলে গেল প্রিয়াঙ্কা উন্মুক্ত হয়ে বেরিয়ে আসলো তার অন্দরমহল। তবে এরকম পোশাকের খোলামেলা তার জন্য নতুন কোনো বড় খবর নয়।

কখনো সামনে উঠায়া সেরেম্পি নয়া লুক, কখনো উন্মুক্ত বক্ষ যুগল, কখনো বা শর্ট ড্রেস যাতে বহুবার ফুল হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, তার আপাদমস্তক ঢাকা থাকলেও তার বুক বা বক্ষ খোলাই থাকে প্রায় সই, কিন্তু এবার তিনি শার্টের বোতাম লাগাতে ভুলে গেলেন যখন তার হুঁশ আসলো সাথে সাথে ডেকে নেন তিনি এবং সেই ছবি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভক্ত মহলের নজর কেড়ে হয়ে ওঠে ভাইরাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here