কোয়েল বিশ্বাস : তিনি কোনো মন্ত্রী নন, না তিনি বিধায়ক,অথচ তাঁর চর্চা লোকের মুখে মুখে। বিতর্কের শেষ নেই তাঁর চড়াম চড়াম  আর গুড় বাতাসা নিয়েও । বর্নময় চরিত্র হিসাবে রাজ্য রাজনীতিতে এখন একটাই নাম , বীরভূমের জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল ।  এবার তাকে নিয়েও বই প্রকাশিত হল , আর সেই বই-র নাম অতি পরিচিত শব্দ “খেলা হবে”।

রাজনৈতিক ক্ষেত্রে হোক কিংবা নিজের জীবনের ক্ষেত্রে, তিনি নিজের মতো থাকতে পছন্দ করেন। কিন্তু অনেক সময় মাথা গরম করেই হোক বা মজার ছলেই এমন কিছু মন্তব্য তিনি করে ফেলেন যার ফলে অনেক অস্বস্থির মুখে পড়তে হয় দলকে।

মুখ্যমন্ত্রী নিজে অনেক ক্ষেত্রে বলেছেন , কেস্টার (অনুব্রত) মাথায় অক্সিজেন একটু কম , তাই বলে ফেলে। বিধানসভা নির্বাচনের আগে তার স্লোগান “খেলা হবে” তৃনমূল সমর্থকদের মুখে মুখে, খোদ মুখ্যমন্ত্রীও সেটি বলেছেন। চন্দ্র বন্দোপাধ্যায় সেই অনুব্রতর রাজনৈতিক এবং ব্যক্তিসত্তা নিয়ে একটি বই লেখেন। নাম দেন “খেলা হবে”। সেই বইয়ের ভূমিকা লিখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ব্রাত্য বসু বলেন রাজনৈতিক জীবন অনুব্রত মণ্ডলের বিভিন্ন মন্তব্য নিয়ে শ্লোগান কিংবা বিতর্ক ছড়ালেও নিজস্ব জীবনের তিনি স্বার্থ ছাড়াই মানুষের পাশে দাড়িয়ছেন ।তিনি আরো বলেন এই বইটিতে তাকে নিয়ে বিভিন্ন বিবরনে তুলে ধরা হয়েছে।  মঙ্গলবার এই বই প্রকাশিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সব নেতা ও বিধায়করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here