Calcutta time : অবশেষে বিয়ে করলেন অভিনেতা যশ দাশগুপ্ত।  গলায় মালা দিয়ে, সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আবার লজ্জা মাখা চাহনি চেয়ে থাকতেও দেখা গেল নব বধুকে।

দেখতে হলে, অবশ্যই ঘুরে আসুন কমেডিয়ান স্যান্ডি সাহার ইনস্টাগ্রাম প্রোফাইলে। যষের নতুন বউ তিনিই।

দিন কয়েক আগেই পুজো উপলক্ষে দেখা হয়েছিল যশ-স্যান্ডির। সেখানেই যশের সঙ্গে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছেন যশ গেরুয়া রঙের সিঁদুর পরিয়ে দিচ্ছেন স্যান্ডির মাথায়। সেই ভিডিয়ো শেয়ার করে যশ লিখেছেন, “অবশেষে যশকে বিয়ে করে নিলাম। যশ, তোমার সঙ্গে সারাজীবন থেকে যাব।”

মজার ছলে করা যশ-স্যান্ডির এই পাব্লিসিটি স্টান্ট। তবে নেটিজেনদের যে তা আনন্দ জুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে যশ দাশগুপ্তের পুনরায় বাবা হওয়ার সংবাদ।

অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের সন্তান ঈশানের জন্মসনদে বাবার নামের জায়গায় লেখা রয়েছে যশের নাম। বার্থ সার্টিফিকেটে ঈশানের বাবার নামের জায়গায় লেখা ছিল দেবাশিস দাশগুপ্ত। যশেরই আর এক নাম দেবাশিস। এ নিয়ে যশ-নুসরত যদিও প্রকাশ্যে কিছু বলেননি তবে এনা সাহার বিশ্বকর্মা পুজোয় হাজির ছিলেন নুসরতও। সেখানেই ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় তাঁকে। মাথায় ছিল সিঁদুর। প্রশ্ন ওঠে, নুসরত কি বিয়ে করেছেন? নিখিলের সঙ্গে বিয়ে তিনি মানেন না, তাঁকে সহবাস সঙ্গী আখ্যা দিয়েছেন।

এই সবের পরেও নুসরতকে অভিনন্দন জানিয়েছিল নিখিল জৈন। বর্তমানে নুসরতের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। মা এবং সন্তানকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু নুসরতের সন্তানের মঙ্গল কামনা করেছেন নিখিল। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন।

অন্য দিকে, নুসরত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here