Calcutta time : কিছু দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। তবে, ইতিমধ্যে তিনি জানিয়েছেন রাজনীতি ছেড়ে দিচ্ছেন। অভিনেত্রীর এই খবরের পর সরগরম রাজ্য রাজনীতি । এরপরই  এক ফেসবুক পোস্টে বিস্ফোরক হন তিনি। তাঁর পোস্টে অভিনেত্রী রূপকের সাহায্য নিলেও মূল  বক্তব্য হল যে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে বিপদে পড়তে হতে পারে।

এছাড়াও ওই পোস্টে ‘ব্রয়লিং ফ্রগ সিনড্রোম’ বা ফুটন্ত জলে একটি ব্যাঙের অবস্থার কথা উল্লেখ করেছেন তিনি। বলা হয়, একটা ব্যাঙকে জল ভর্তি পাত্রে রেখে এবং জল গরম করলে ব্যাঙটি জলের তাপমাত্রা সহ্য করার চেষ্টা করে। লাফ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে না। পর জল বেশি গরম হয়ে গেএল ব্যাঙ পাত্র থেকে লাফানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সব শক্তি হারিয়ে ফেলায় পারে না সে।

এই রূপকের ব্যাখ্যা করে রূপা বলেছেন, “ব্যাঙের মৃত্যুর কারণটা আসলে গরম জল নয়, বিপজ্জনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেওয়াটা তার মৃত্যুর কারন। সব কিছু সহ্য করে নেওয়ার মতো বড় ভুল তার মৃত্যুর কারণ।”

এরপর অভিনেত্রীর দাবি, ‘পাত্রের জল গরম কেন তার প্রতিবাদ না করে বরং তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সিদ্ধান্তেই মৃত্যু হয় ব্যাঙের। রাজনৈতিক মহলের মতে, রূপার দাবি যে তিনি দল তথা রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত সঠিক সময়ে না নিলে তাঁরও কোনও খারাপ পরিণতি হতে পারত। তবে তাঁকে ঠিক কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছিল, তার ব্যাখ্যা পাওয়া যায়নি এখনও।’

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে না। তাঁর দাবি, “তারকারা দলের শোভা বাড়াতে এসেছিলেন। দলে আদর্শের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তাঁরা আছেন। কিন্তু যাঁরা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে এসেছিলেন, তাঁরা কেউ নেই”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here