Calcutta time : এবছর দুর্গাপুজো সরকারি কর্মীদের ৩০শে সেপ্টেম্বর – ১০ই অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে সরকারি কর্মীদের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে সোমবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোতেও ছুটির ঘোষণা করে দিলেন তিনি। এদিন তিনি জানালেন, এজন্য আগামী ২৪-২৫ অক্টোবর ছুটি থাকবে। আর ভাইফোঁটা উপলক্ষ্যে ছুটি থাকার কথা ২৭শে অক্টোবর।
মুখ্যমন্ত্রীর কথায়, “মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হয়ে যাবে, আর ১লা সেপ্টেম্বর থেকে ঘর গোছানোর পালা।” ১লা সেপ্টেম্বরের মিছিলের জন্য যাতে সরকারি কর্মীদের কোনও অসুবিধায় না পড়তে হয় সে জন্য তিনি জানিয়েছেন, সেদিন বেলা ১টার মধ্যে ছুটি হয়ে যাবে সরকারি অফিস। এর পরই আসে ছুটির ঘোষণা।
সূত্রের খবর, ৩০শে সেপ্টেম্বর – ১০ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্য সরকারের অফিস। পরে জানানো হয়, কালীপুজো উপলক্ষ্যে ২৪-২৫শে অক্টোবর ছুটি থাকবে, ভাইফোঁটার জন্য ছুটি ২৭ অক্টোবর। আর ৩০ ও ৩১শে অক্টোবর ছটপুজোর ছুটি থাকছে, জানান মুখ্যমন্ত্রী।
এদিন ৫০ হাজার টাকা থেকে পুজো বাবদ সরকারি অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করা হচ্ছে বলে সোমবারের বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তৃণমূলনেত্রী বলেন, “পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে।”