Calcutta time  :  নিজের মনের মতো চাকরি পেতে হলে বায়োডেটার গুরুত্ব অপরিহার্য। তাই চাকরি জীবনে পদার্পণের আগে নিজের গুণাবলীর নমুনার সাথে যথাযথ বায়োডেটা তৈরি করতে গিয়ে অনেকেই  হিমশিম খেয়ে যান। এই পরিস্থিতিতেই এবার মুশকিল থেকে দূর করতে এলেন ধনকুবের বিল গেটস।

তাঁর ৪৮ বছর আগের পুরনো বায়াডেটা প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। সেই সঙ্গে এই প্রজন্মের জন্য তাঁর বার্তা, “সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করে বেরিয়েছ, আমি নিশ্চিত, তোমাদের বায়োডেটা আমার ৪৮ বছরের পুরনো বায়োডেটার থেকে দেখতে ভাল।”

উল্লেখ্য, ৪৮ বছরের পুরনো যে বায়োডেটার ছবি শেয়ার করেছেন বিল গেটস। তাতে দেখা যাচ্ছে যে, সে সময় হার্ভার্ড কলেজে প্রথম বর্ষে পড়াশোনা করেছেন তিনি। বায়োডেটায় উল্লেখ করা হয়েছে, অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক-সহ একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। এই বায়োডেটার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here