Calcutta time : এবার রামপুরহাটের বগটুই কান্ডের রেশ আছড়ে পড়ল বিধানসভাতে। আজ অর্থাৎ সোমবার দিনের শুরুতেই বিজেপি বিধায়কের বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে বিধানসভার ভেতরে। এদিন স্পিকার তাঁদের বিক্ষোভের আটকানোর চেষ্টা করেন। স্পিকারের দিকে মুখ করে তারা বিক্ষোভে ফেটে পড়েন। এছাড়াও এদিন ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে বিধানসভা ছেড়ে বেরিয়ে আসে বিজেপি।
জানা গিয়েছে যে, বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার জামা ছিড়ে দেওয়া হয়। চশমা ভেঙে যায় এক বিধায়কের । চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে গিয়েছে। অসিত বাবুর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারা প্রহৃত হয়েছেন তিনি। এরপরই তৃণমূল বিধায়কের সঙ্গে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাটিতে ফেলে পর্যন্ত মারধর চলে বলে অভিযোগ।
ইতিমধ্যে ফিরহাদ হাকিম পৌঁছান। তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে ফোনে গোটা বিষয়টি জানান বলে খবর।
উল্লেখ্য, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, দীপক বর্মন , শংকর ঘোষ এই চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব এনে তৃণমূল। সেই প্রস্তাবে সায় দিয়ে স্পিকার ৫ বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেন।