ক্যালকাটা টাইম  : বিজেপি কে রুখতে এবার কংগ্রেসকে সরাসরি জোটের প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস.। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তাপস রায় এবং সৌগত রয় এই প্রস্তাবটি দেন। বর্তমান যে রাজনীতি চলছে যেভাবে দলবদল এর খেলা হচ্ছে তাতে কংগ্রেসের অবশ্যই উচিত তৃণমূলের সাথে জোট বাঁধে এবং তৃণমূলের অবশ্যই উচিত কারো সাথে জোট বাধা না হলে তৃণমূলের কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের এ রাজ্যের উচ্চ নেতৃত্ব।


2021 এর ভোট হতে চলেছে প্রচন্ড গুরুত্বপূর্ণ যার দিকে তাকিয়ে আছে বাংলার মানুষ এবার ভারতীয় জনতা পার্টি উঠে-পড়ে মরিয়া হয়ে গেছে যে তার জন্য এর সাথে সাথে মিম এবং আব্বাস সিদ্দিকী ও ক্যান্ডিডেট দেবে বলছে। তৃণমূলের দোলে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে বা তৃণমূল দল থেকে যে হারে দল ভাঙছে এটাই তৃণমূল এর পক্ষে ভালো।।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং বিধায়ক তাপস রায় উভয়ের মনে করেন রাজ্যে কংগ্রেসের উচিত তৃণমূলের সাথে হাত মেলানো এতে বিজেপিকে রোখা যাবে। তৃণমূল অবশ্য সংখ্যালঘু ভোট  চায় তাই তারা কংগ্রেসকে সাথে নিতে চায়। কারণ কংগ্রেসের দখলে রয়েছে বেশকিছু সংখ্যালঘু এলাকা। এদিকে শুভেন্দু অধিকারী কিন্তু বামেদের ভোট চেয়েছেন নিজের ঝুলিতে তিনি জনসভা থেকে বলেছেন, বামেরা আমাদের বন্ধু আপনারা বিজেপিকে ভোট দিন। এদিকে তৃণমূলের প্রস্তাবের পর সেই সম্ভাবনাকে ভিজিয়ে রেখে অধীর রঞ্জন চৌধুরী উত্তর দিয়েছে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রস্তাব দেন কংগ্রেস তা ভেবে দেখতে পারে তিনি কংগ্রেসকে প্রস্তাব আকারে জানান কংগ্রেস ও তার লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here