Calcutta time : আর মাত্র কিছুদিন বাকি, তারপরেই শেষ হয়ে যাবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল, জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের এই সেল শেষ হওয়ার আগে দেখুন কোন সেরা মোবাইল অফার এখন বর্তমান রয়েছে। ব্যাঙ্ক অফার থেকে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই, সব অপশনই রয়েছে ক্রেতাদের জন্য।

১) ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি – ওয়ানপ্লাসের ফোনের আসল দাম ৬৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫৯,৯৯৯ টাকায়, এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা অতিরিক্ত ৫০০০ টাকা ছাড় পাবেন, পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলেও থাকছে পাঁচ হাজার টাকা ছাড়। নো-কস্ট ইএমআই অপশনের ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি কেনা যাবে অ্যামাজনের সেল থেকে, এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে ১৯,৯০০ টাকায় এই ফোন পাওয়া সম্ভব।

২) রিয়েলমি নারজো ৫০এ –  ফোনটির আসল দাম ১৩,৯৯০ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ১১,৪৯৯ টাকায়, প্রোডাক্ট পেজ থেকে কুপনের মাধ্যমে ছাড় পাওয়া যাবে। সরাসরি প্রোডাক্টের উপর যুক্ত হবে ছাড়। এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনের পরিবর্তে রিয়েলমি নারজো ৫০এ কিনলে ১১,৮৭৪ টাকায় পাওয়া যাবে এই ফোন। এসবিআই- এর কার্ড থাকলে ১০ শতাংশ অতিরিক্ত ইন্সট্যান্ট ছাড় পাওয়া যাবে, এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চ ১৭৫০ টাকা।

উল্লেখ্য, অ্যামাজনের সেলের সঙ্গে একই দিনে অর্থাৎ গত ১৭ জানুয়ারি শুরু হয়েছিল ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল, এই সেল আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। এখনও তিনদিন বাকি রয়েছে।

৩) অ্যাপেল আইফোন ১২ মিনি – এই ফোনের আসল দাম ৫৯,৯০০ টাকা, তবে ফ্লিপকার্টের সেলে আইফোন ১২ মিনি পাওয়া যাচ্ছে ৪১,৯৯৯ টাকায়।

৪) রিয়েলমি সি১১ ২০২১ – রিয়েলমির এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে ৭৪৯৯ টাকা, এই ফোনের আসল দাম ৭৯৯৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here