Calcutta time : সংসদের অধিবেশন শুরুর পর এবার বাংলার বিজেপি নেতাদের সরগরম হতে চলেছে দিল্লিতে। তাই অধিবেশন শুরুর পর পার্লামেন্টের ভিতর ও বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর ইঙ্গিত দিলেন,  বিজেপি সাংসদ অর্জুন সিং।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখানো হবে। প্রসঙ্গত সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এই অধিবেশনে বাংলার বিজেপি সাংসদরা তৃণমূলের বিরুদ্ধে সংসদে প্রবল ভাবে সরব হবেন, এমনটাই আজ জানালেন অর্জুন সিং।

বাংলার ঘরছাড়া বিজেপি কর্মীরাও দিল্লিতে পথে নামার প্রস্তুতি নিয়েছেন, এমনটাও জানানো হয়েছে। ৭ হাজারের মতো বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন, অর্জুন সিং স্বয়ং।

অন্যদিকে, সংসদে বাদল অধিবেশন চলাকালীন দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের দিল্লি সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে কৌশল রচনা করতে যেমন বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তিনি। তেমনই রাজ্যের দাবিদাওয়া নিয়ে দ্বারস্থ হবেন প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও সময় চাওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here