Calcutta time : প্রত্যেকেরই মোবাইল ব্যবহার করতে গেলে রিচার্জ করতে হয়। ডেটার সাথে টকটাইম যুক্ত। তবে এবার ডেটার সঙ্গে টকটাইমের রিচার্জ প্ল্যানে আবারও দাম বাড়াতে পারে টেলিকম কোম্পানিগুলি। প্রিপেইড প্ল্যানে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে এয়ারটেল, জিও, ভি-র মতো কোম্পানি। সম্প্রতি এরকমই একটি রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে যে, দীপাবলির আগে এই ঘোষণা করতে পারে কোম্পানিগুলি।

দেশের মোট তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি করতে পারে এই কাজ

 কত দামি হবে রিচার্জ প্ল্যান ?

ইটি টেলিকম রিপোর্ট বলছে, এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়া প্রায় ১০ শতাংশ প্রিপেইড শুল্ক বাড়াতে চাইছে। রিপোর্টে বলা হয়েছে Airtel, Jio ও Vodafone Idea তাদের প্রিপেইড প্ল্যানে ১০-১২ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করছে, এইভাবে,  (average revenue per user) যথাক্রমে ২০০ টাকা, ১৮৫ টাকা এবং ১৩৫ টাকা বাড়াতে পারবে কোম্পানিগুলি।

Prepaid Tariff Hike : কেন এমন করছে কোম্পানিগুলি?

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এই তিনটি কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল। যদিও এয়ারটেল, জিও এবং ভোডাফোন-আইডিয়া লক্ষ্য করে দাম বৃদ্ধির পরও গ্রাহক সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি তাদের। মার্চের ত্রৈমাসিকে ক্ষতির মুখোমুখি হতে হয়নি কোম্পানিগুলিকে যা নতুন করে ফের একবার দাম বাড়ানোর সাহস জোগাচ্ছে এই টেলিকম কোম্পানিগুলিকে।

টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, আগামী ২০২৩ অর্থবর্ষের শেষে প্রায় ৪ কোটি নতুন গ্রাহক তৈরি করতে সক্ষম হবে  এয়ারটেল, জিও ও ভোডাফোনের মতো কোম্পানিগুলি। কিন্তু এখনো bsnl কিছু বলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here