কোয়েল বিশ্বাস : বাড়ছে রাজ্যে মেডিকেল কলেজের স্নাতকস্তরের আসন সংখ্যা, রাজ্যে স্নাতকস্তরের মেডিকেল পড়ুয়াদের জন্য আসন বৃদ্ধি করা হল। ১৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ছে ৬৮০টি। এ এক খুশির খবর বলে মনে করছেন পরুয়াদের একাংশে। কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর, এন আর এস , এস এস কে এম সহ ১৭টি কলেজে স্নাতক স্তরের আসন বৃদ্ধি পাবে। রাজ্যের বিভিন্ন জেলার কলেজ গুলিতে আসন বৃদ্ধি হবে । সাগর দত্ত কলেজ , ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, কোচবিহার, বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গ, রায়গঞ্জ এও বাড়ছে আসন ।
কেন্দ্রের এক প্রকল্পে রাজ্যে বেশ কয়েকটি নতুন ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে বাড়তে চলেছে ৮২ টি আসন, সাগরদত্ত মেডিক্যাল কলেজে বাড়তে চলছে ৪৮টি আসন, মুর্শিদাবাদে বাড়তে চলছে ৬২টি আসন, মালদাতে ৮২, রামপুরহাট ৮২, পুরুলিয়ায় ৮২, রায়গঞ্জ ও কোচবিহারে ৮২ টি আসন। মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়বে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৮টি করে আসন বাড়তে চলেছে। কলকাতা মেডিক্যাল কলেজে ৪টি করে আসন বাড়তে চলেছে। আরজিকর মেডিক্যাল কলেজ, নীলরতনেও ৪টি করে আসন বাড়তে চলেছে। এসএসকেএম হাসপাতালে ১২ টি করে আসন বাড়তে চলেছে।
কলকাতার ৫টি মেডিকেল কলেজসহ বিভিন্ন জেলার মেডিকেল কলেজের আসন বাড়তে চলেছে।




