এবারের কালীপূজায় ভিড় জমান বারাসাতে, দেখে নিন আদিযোগী থেকে বুর্জ খলিফা

Calcutta time : দুর্গাপুজোর অবসান এবার অপেক্ষার পালা কালীপুজোর। ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। তবে, শহরতলী কলকাতা নয়, দূরদূরান্ত থেকে লোক আসেন মধ্যমগ্রাম – বারাসতে।

 

বেশ কিছু বছর ধরে জাকজমকপূর্ণ হয়ে উঠেছে এই দুই জায়গা। এবারের থিমে রয়েছে বেশ কিছু চমকানো সজ্জা। আদিযোগী থেকে ইলোরা, হ্যারি পটারের জাদুনগরী থেকে বদ্রিনাথ, অনেক স্বপ্নই পূরণ হবে আপনার। এছাড়াও , ইন্দোনেশিয়ার বালিও রয়েছে থিমে।

১) আপনার কি হ্যারি পটারকে ভালো লাগে ? স্বপ্নে দেখা সেই বিশাল জাদুনগরী ঘুরে দেখতে পারবেন সশরীরে। খবর রয়েছে, বারাসতের পায়োনিয়ার পার্কে এবারের কালী পুজোর থিম হ্যারি পটারের জাদুনগরী।

 

২) ভ্রমন করতে যারা খুব ভালোবাসেন তাদের জন্য এই মণ্ডপ সজ্জাটি খুব ভালো লাগবে। এটি হবে বারাসতের নবপল্লীর বয়েজ স্কুলের মাঠে। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছে ইলোরা গুহায় প্রতিবছর হাজির হন হাজার হাজার দর্শক।

 

৩) ইন্টারনেটের যুগে সেনসেশন এখন আদিযোগীর বিশাল মূর্তি। বিশেষ করে রিলস বানানোর চক্করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এখানে লেগেই থাকে। কালীপুজোয় বারাসতের কালিকাপুর আগুয়ান সংঘে এলেও আপনি দেখতে পারবেন আদিযোগীর মূর্তি।

 

৪) নবপল্লী অ্যাসোসিয়েশনের এারের থিম বদ্রিনাথের মন্দির। পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে অনেকেরই বদ্রিনাথ যাওয়ার সুযোগ হয় না। তাঁদের জন্য মন্দিরকে সচক্ষে দেখার সুযোগ এবারে ঘরের কাছে বারাসতে।

 

৫) কলকাতায় বসে দেখতে পারবেন বুর্জ খলিফাও। আয়োজন করেছেন বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব।

 

৬) ইন্দোনেশিয়ার বালি-র সৌন্দর্যও কি আপনাকে মুগ্ধ করে? রয়েছে আপনার বাকেট লিস্টে? তবে তার আগে কালীপুজোতে একবার দেখে নিন মিনি বালি। বারাসত সন্ধানী ক্লাবের কালীপুজো এবারে সেজে উঠছে ইন্দোনেশিয়ার বালি-র থিমে।

 

৭) এছাড়াও জগৎ বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টির থিমও এবার আপনি দেখতে পারবেন বারাসতে। বিদ্রোহী ক্লাবের পুজোয় রয়েছে এই বিশেষ আকর্ষণ। ঠাকুর- সমুদ্রমন্থন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here