ক্যালকাটা টাইম : নরেন্দ্র মোদির আসন বারাণসীতে লড়বে মমতা, বিরাট খবর এল
মমতা দিদি অন্য আসন থেকে লড়াই করবেন ? দক্ষিণ 24 পরগনার জয়নগরে প্রচারে এসে নরেন্দ্র মোদি খোঁচা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে, কিন্তু এবার সেই খোঁচা নিয়েই পৌঁছে গেল উত্তর প্রদেশ বারানসি। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র যিনি সাংবাদিকদের দু’চোখে দেখতে পারেন না তার কাছে সমস্ত মিডিয়া চ্যানেল 2 পয়সার,, তিনি এবার হঠাৎ বলে বসলেন আমাদের মমতা ব্যানার্জি বারানসি থেকে লড়াই করবে আর তাও নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে।
যে আসন থেকে গত দুই লোকসভা ভোটে জিতে আছেন খোঁজ নরেন্দ্র মোদী কত ভোটে প্রায় 90 হাজার ভোটে জয়লাভ করেছিল। রাজ্য মোদি আসার পর মমতা ব্যানার্জি কে খোঁচা দিয়ে বলেন মমতাজি দ্বিতীয় কোন আসন থেকে লড়বেন নাতো ? কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিল তৃণমূল থেকে বলা হয় নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতবেন। এদিকে গতকাল শুভেন্দু অধিকারী বলেছে নন্দীগ্রামের 30 টা তেই মমতাদি হারবে। সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লিখেন 2024 সালে মমতা ব্যানার্জি আপনার বারানসি থেকে লড়বে কিন্তু সত্যিই কি লড়বে? মমতা ব্যানার্জি, বারানসি থেকে তাও আবার 2024 এ নাকি অন্য কোন হেভিওয়েট প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল সেটি এখনও জানা যায়নি।