বিনীতা দাস : পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের এবার মহার্ঘ্যভাতা বা ডিএ নিয়ে অনেক দাবি থাকে তবে বেশি অভিযোগ করে না কেন্দ্রীয় সরকারের কর্মীরা। এবার তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কর্মচারীদের জন্য বেতন নিয়ে সুখবর রয়েছে। সম্ভবত, ১৮ই মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
সূত্র থেকে জানা গিয়েছে যে, মার্চ মাসে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পূর্ণ বেতনের পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডিএ এরিয়ারের টাকাও তাঁরা পাবেন। মনে করা হচ্ছে লেভেল ১-র কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১১,৮৮০ – ৩৭.৫৫৪ টাকা এবং লেভেল ১৩ কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ১,২৩,১০০ – ২,১৫,৯৯০ টাকা বেতন পেতে পারেন। লেভেল ১৪ কর্মীরা বেতন পেতে পারেন ১,৪৪,২০০- ২,১৮,২০০ টাকা।
বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন| যদি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পায় তবে ৩৪ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। কেন্দ্রীয় সরকার বছরে দুইবার কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধি করে। জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কর্মীরা বাড়তি টাকা পেয়ে যান। ন্যূনতম বেতনের ওপর নির্ভর করেই কিন্তু ডিএ-র পরিমাণ নির্ধারিত হয়। তবে হ্যাঁ কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাও একই হারে মহার্ঘ্যভাতা পাবেন।