বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্ব এবার শেষ

0
717

সাংবাদিকদের বয়কটের ডাক মহুয়া মিত্রর বিরুদ্ধে

বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির দলের একজন কর্মী মহুয়া মিত্র তিনি বলেন দু’পয়সার সাংবাদিক এই কথাটি নিয়ে পুরো রাজ্য তোলপাড় ।

বলা যেতেই পারে মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রীদের একের পর এক ভুল এবং অবাস্তব কথা এর আগেও আমরা শুনেছি – স্বর্গীয় তাপস পালের কিছু অবাস্তব কথা , এছাড়াও বাংলা জগতের বিশিষ্ট অভিনেত্রী তথা মন্ত্রী নুসরাতের মুখ থেকে শোনা গেছে অসাধারণ কিছু কথা , এছাড়াও মিমি চক্রবর্তী এবং মন্ত্রী অভিষেক ব্যানার্জি মুখ থেকে কিছু অবাস্তব কথা মাঝে মাঝে সোনা গিয়ে থাক , কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও বলেন তার জেলে যাওয়ার পালা আসছে ।

তাহলে কি এটাই প্রমান হতে চলেছে মমতা ব্যানার্জি রাজত্ব শেষ , শেষ হতে চলেছে সমস্ত নেতা-মন্ত্রীদের সুখের দিন , কিন্তু আরেকটি কথা বলতেই হয় সাংবাদিকদের মধ্য দিয়েই কিন্তু সমস্ত নেতা-মন্ত্রীদের খবরা-খবর এছাড়াও সমস্ত দেশ ও রাজ্যের খবরা খবর পাওয়া যায় সমস্ত সাংবাদিক তারা কোনো আলাদা করে পোটাল বা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিচার না করে সবাই হাতে হাত ধরে এগিয়ে আসা দরকার এই অন্যায়ের বিরুদ্ধে , এখন যদি সমস্ত সাংবাদিক এগিয়ে না আসে তাহলে হয়তো এরপরে এর থেকেও খারাপ দিন আসতে পারে বা নেতা-মন্ত্রীদের কাছে আরও খারাপ কথা শুনতে হতে পারে ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here