Calcutta time : আধুনিক যুগের সাথে পা মিলিয়ে আবিষ্কার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। তবে এর ভাল দিক যেমন রয়েছে, তেমনই আবার খারাপ দিকটিও নজর এড়ায় না। আধুনিক প্রযুক্তির যুগে নিত্যদিন বেড়েই চলেছে অনলাইন মাধ্যমে অপরাধের সংখ্যা। এই সাইবার অপরাধীদের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, তার উপায় বলে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার তিনি ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তরফে আয়োজিত ৪৮ তম সর্বভারতীয় পুলিশ বিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি পুলিশ বাহিনীতে আধুনিকীকরণের উপর জোর দেন। সাইবার অপরাধীদের থেকে সর্বদা দুই পা এগিয়ে থাকতে পুলিশকর্মীদের “টেক-স্যাভি” হয়ে ওঠার পরামর্শ দেন তিনি

শুক্রবারের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ও নিরাপত্তার ভার পুলিশের উপরই রয়েছে। দেশের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে আধুনিকীকরণের প্রয়োজন ছিল। বিগত আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই প্রয়োজনীয় পরিবর্তনগুলি আনা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ যদি অপরাধীদের থেকে সর্বদা দুই পা এগিয়ে থাকতে চায়, তবে তাদের অবশ্যই প্রযুক্তি সচেতন বা টেক-স্যাভি হতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here