বিনীতা দাস : ভারতের প্রথম নারী যিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে জিতিয়ে এনেছিলেন সেরা সুন্দরীর খেতাব। ১৯৯৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট উঠেছিল তাঁর মাথায়। ইনিই সুস্মিতা সেন যার হাসিতে ঘায়েল কাশ্মীর থেকে কন্যাকুমারী। তারপর একের পর এক ছবিতে অভিনয়। ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে দিয়েছেন দুই দশক।
তবে ছবি থেকে বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন তিনি। তবে কামবেকের পরও কাজ পাচ্ছেন না তিনি দাবি করেন।
জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘আরিয়া’তে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। যার পরিচালক আর মধবনী। একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, “আমি যা চাই মেইনস্ট্রিম সিনেমা আমাকে সেটা দিতে পারে না, পর্দার বয়স ও বাস্তব জীবনের বয়স নিয়ে আগে থেকেই ভাবনা স্থির হয়ে যায়| ১০ বছর আমি কোনও কাজ করিনি। জানি না মানুষ কী ভাবেন। তবে অনেক আগে থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলাম, মানুষের সঙ্গে আমার নেটওয়ার্ক ভাল না, নিজের জন্যেও কাজ করি না”।




