ক্যালকাটা টাইম : সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে বলিউডের নেপোটিজম এরকম উঠেছে, তার সাথে সাথে কিন্তু বলিউডের বিভিন্ন মুখোশ খুলে যাচ্ছে এ,বলিউডের ড্রাগ চক্রের সাথে কারা যুক্ত বা ড্রাগ বিষয়ে সমস্ত কিছুই ধীরে ধীরে সাধারণ মানুষের সামনে আসছে ।এছাড়াও বলিউডের পিছনে কি হয় বলিউডের খারাপ দিকগুলো কিন্তু ধীরে ধীরে উঠে আসছে।

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন বাংলা অভিনেত্রী পায়েল ঘোষ, এটি ঠিক বলে tweet ও করেছেন কঙ্গনা রানাওয়াত
শনিবার পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। যদিও সেই অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেন অনুরাগ! এবার পায়েলের সমর্থনে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত!কঙ্গনা ট্যুইট করেন, ‘ পায়েল ঘোষ যা বলছেন, বলিউডের বহু হেভিওয়েট হিরোরা আমার সঙ্গেও একই আচরণ করেছে!