ফের বর্ধমান শহরে কর্নার হানা এবার বাদ গেল না দুধের শিশু ও।                     

 রাজ্যে এক শিশুর শরীর ধরা পড়ল COVID-19’এর জীবাণু। বর্ধমানের উদয়পল্লি এলাকায় ১ বছর বয়সী এক শিশুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ায় বাড়ল উদ্বেগ একটি শিশু কন্যার দেহে সন্দেহ করোনা সংক্রমণ বর্ধমানের উদয়ন পল্লীর বাসিন্দা ।এক বছরের ওই শিশু কন্যার তার বাবা ও মায়ের সাথে দিল্লি থেকে বর্ধমান ফিরেছিল ,ফেরার পর তাদের সকলের লালারসে নমুনা সংগ্রহ করা হয় তিনজনের নমুনা রিপোর্ট শিশু কন্যা পজিটিভ ধরা পড়ে, কিন্তু শিশুর মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে এখনো বাবার রিপোর্টটি আসেনি ছোট্ট শিশু কন্যাটিকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আশপাশের এলাকার বাসিন্দারা একটু আতঙ্কিত হয়ে পড়েছেন ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই শিশুকন্যার সংস্পর্শে আসা প্রত্যেকেই বর্ধমানের চাঁদপুরের হাসপাতালে নিয়ে এসে রাখা হবে এবং তাদের লালা রস পরীক্ষা করা হবে এছাড়াও আরও কারা কারা সংস্পর্শে এসেছিল তাদের তালিকা  তৈরি করছে পুলিশ।

জেলাশাসক বিজয় ভারতী জানান শিশুটি বা আমার সাথে দিল্লি থেকে এসেছে শিশুটিকে অবজারভেশনে রাখা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here