ক্যালকাটা টাইম : এবার চিংড়ি আমদানি বন্ধ করে দিল চীন সরকার।মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পোল্ট্রি রফতানিকারক সংস্থা টাইসন ফুডস এবং জার্মান মাংস কোম্পানি পেনিসের কাছ থেকে খাদ্য সামগ্রী এর আগেই বন্ধ করে দিয়েছিল চীন এবার ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানীতে নিষেধাজ্ঞা জারি করল চীন প্রশাসন। এমনকি আমদানি করা পণ্যের উপর কড়া নজর রাখছে চীন প্রশাসন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তবে প্যাকেটের ভিতরে বা চিংড়িতে করোনাভাইরাস মেলেনি কিন্তু চীন সরকার ঝুঁকি নিতে চাইছে না তাই চিংড়িমাছের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার।চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস কর্মকর্তা বিকে স্কিন এর সংবাদমাধ্যমে জানিয়েছেন বাজারে ভাইরাসের পর খাদ্যপণ্য প্যাকেট এবং এসবের আশেপাশে থাকা প্রায় 22 লাখ জিনিসের নমুনা পরীক্ষা করা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here