হাথরসে ঘটনা সম্পর্কে গোটা দেশে কারোরই অজানা নয়, মঙ্গলবার সেখানে 14 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারিই আত্মীয়র বিরুদ্ধে,

আবার ধর্ষণ  যোগীর রাজ্যে,  আবার হাথরসে। ১৯ বছরের দলের ধর্ষিতার মৃত্যু তদন্ত যখন একটু একটু করে এগোচ্ছে সিবিআই যখন দায়িত্বভার নিয়েছে। আরো একটি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে গেল সেই জায়গাতেই যোগীর রাজ্যে। মঙ্গলবার সেখানে 14 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।

ইতিমধ্যে অভিযুক্ত ধর্ষক অরবিন্দ কে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদ সংস্থা এএনআই কে সার্কেল অফিসার রুচি গুপ্ত জানিয়েছেন  হাথরাসে সান সি অঞ্চলে নরকীয় ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর শিশুটি মঙ্গলবার বাড়ির উঠোনে খেলছিল, সেই সময় তাকে ডেকে নিয়ে যায়, তারপরে চলে নিশংস হত্যা 4 বাড়ি ফিরে শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছিল তাকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের কথা জানান চিকিৎসকরা, তারপরে গ্রেফতার করা হয় অভিযুক্ত কে।

না সত্যিই মানুষের মনে একটি প্রশ্ন সত্যি উত্তর প্রদেশ নাকি ধর্ষণের প্রদেশ ? প্রসঙ্গত ঠিক এক মাস আগে হাওয়া ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল গোটা দেশে। অভিযোগ ছিল পুলিশ পরিবারকে দেহ না দিয়ে জ্বালিয়ে দিয়েছে সংবাদমাধ্যমকে ঢুকতে দেয়নি পুলিশ,পুলিশের স্বৈরাচারের নিদর্শন দেখতে পাওয়া গেছে। বাধা দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের। জেপিজেপি নাকি নারী সুরক্ষা নিয়ে কথা বলে যে যোগী নাকি মা দুর্গার পূজা করে তারা রাজ্যে কিভাবে এত ধর্ষণ হতে পারে ? প্রশ্ন থাকছে উত্তরপ্রদেশ সরকারের কাছে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here