Calcutta time : দ্বিতীয়বারের জন্য দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , জানা গিয়েছে নভেম্বরের ২২ থেকে ২৫ তারিখের মধ্যেই দিল্লি আসবেন মমতা, আগামী ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশনের আগে মমতার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল
জানা যায় দিল্লি সফরে সংসদ অধিবেশন নিয়ে বিরোধী নেতাদের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা প্রবল, শুক্রবার খানিক আকস্মিকভাবেই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি জানিয়েছিলেন সংসদের আগামী অধিবেশনে নিয়মমাফিক কৃষি আইন গুলি প্রত্যাহার করা হবে, সংসদের আগামী অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি যে সব থেকে বেশি গুরুত্ব পাবে সেই বিষয়ে সংশয়ের কোনও অবকাশ নেই, সেই দিক থেকে মুখ্যমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে
উল্লেখ্য চরম বিরোধিতার মধ্যেও আগের বছর সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষেই পাশ হয় প্রস্তাবিত তিনটি কৃষি আইন, এই আইন পাশের পর থেকেই আইনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছিলেন কৃষকরা, সরকার তাদের সঙ্গে আলোচনার সবরকমের চেষ্টা চালালেও আইন প্রত্যাহারের দাবিতেই অনড় ছিলেন কৃষকরা প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও সংসদে তিনটি আইন প্রত্যাহার না হওয়া অবধি কৃষকরা পিছিয়ে আসতে রাজি নন, এমনটাই জানিয়েছিলেন কৃষক আন্দোলনের অন্যতম ব্যক্তি রাকেশ টিকায়েত