Calcutta time : প্রায় ৯ মাস ধরে সোশ্যাল মিডিয়ায় আসেননি কিং খান, তবে অনেকদিন পর অনুরাগীদের জন্য এক চমক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসলেন তিনি। এর আগে পুত্র আরিয়ান খানকে নিয়ে হয়তো মনের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেছেন তিনি, হয়তো সেই জন্যই মানুষের সামনে খুব একটা দেখা যায় নি তাঁকে।

কিন্তু তিনি তো শুধু আরিয়ান-সুহানা-আব্রাহামের বাবা নন। তিনি একজন অভিনেতা, বাদশা।  তাঁর আজকের পথ চলা সবটাই নিজের চেষ্টায়।

তাই আর থাকতে না পেরে আজ অর্থাৎ বুধবার   শাহরুখের ইনস্টাগ্রাম থেকে শেয়ার হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে রয়েছেন গৌরী খানও। ভিডিওটি একটি বিজ্ঞাপনী ভিডিয়ো। যার কারণে এদিন অত্যন্ত আনন্দের সাথে রয়েছে শাহরুখ অনুরাগীরা।

উল্লেখ্য, দীপাবলি এবং শাহরুখের জন্মদিনের কিছুদিন আগেই বাড়ি ফিরে আসে আরিয়ান, তাঁকে ও পরিবারকে নিয়ে আলিবাগের ফার্ম হাউজ়ে চলে যান শাহরুখ। মুম্বই ফিরে ৪ মাস চুপ ছিলেন। তারপর আজ বুধবার তাঁর এই পোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here