Calcutta time : আজ প্রকাশিত হলো WBJee result 2021-এর রেজাল্ট। ফলপ্রকাশ করলো West Bengal Joint Entrance Examinations Board।

আগামী ১৩ই অগাস্ট থেকে কাউন্সিলিং শুরু হবে। তিনটি পর্যায়ে হবে কাউন্সিলিং। ১১ই সেপ্টেম্বর শেষ হবে কাউন্সিলিং। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল প্রায় ৯২,৬৯৫ জন। তার মধ্যে ৭১ শতাংশ পরীক্ষা দিয়েছে। অর্থাৎ ৬৫,১৭০ জন অংশগ্রহণ করেছিল। পাশের হার ৯৯.৫ শতাংশ। পাশ করেছে ৬৪,৮৫০ জন । ৭৪ শতাংশ ছাত্র এবং ২৬ শতাংশ ছাত্রী বসেছিল।

প্রথম হয়েছে পাঞ্চজন্য দে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। দ্বিতীয় সৌম্যজিৎ দত্ত বাঁকুড়া জেলা স্কুল। ব্রতীন মণ্ডল সান্তিপুর মিউনিসিপল হাইস্কুলের। চতুর্থ অঙ্কিত মণ্ডল । পঞ্চম গৌরব দাস। ষষ্ঠ হয়েছে আয়ূষ গুপ্তা । সপ্তম ঋতম দাশগুপ্ত। অষ্টম সপ্তর্ষ ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here