Calcutta time : পুজো শেষ মা সরস্বতী ফিরে গেলেন বৈকুণ্ঠলোকে, আজ সরস্বতী প্রতিমা নিরঞ্জনের দিন। আর এই দিনটিকেই বেছে নিলেন তিনি। কি অদ্ভুত সমাপন তাই না, আজ অর্থাৎ রবিবার সকালে প্রয়াত হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী গানের রানী লতা মঙ্গেশকর।

তিনি এখন সুরের আকাশের শুকতারা, কোভিড আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হতে থাকলেও গতরাত থেকেই সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল ৮টা ১২ মিনিটে প্রয়াত হন লতা মঙ্গেশকর  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন, গত ২৯ দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল, প্রত্যেক ভারতবাসীর মনের গহীন কোণে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। কেরিয়ারের শুরুটা হয়েছিল ১৯৪৫ সালে, ‘বড়ি মা’ ছবিতে গান গেয়ে।

প্রথম গানেই তিনি শ্রোতাদের মনে অনেকটা জায়গা করে নিয়েছিলেন, সব মিলিয়ে মোট ২০ টি আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৬৯ সালে পদ্মভূষণ এবং ১৯৯৯ সালে পদ্মবিভূষণ পদে ভূষিত হন তিনি।

উল্লেখ্য, আশ্চর্যজনক ভাবে ‘ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়ান্না’ ছবির ক্রিয়েটিভ দায়িত্বভার সামলেছিলেন যাঁরা তাঁদের বেশিরভাগই ছিলেন মারাঠি সিনেমার দিকপাল। আর তার মূল কারণ ছিলেন ছবির প্রযোজক। মিস্টার অনন্ত হিরেগোওদার মারাঠি ছবির খুব ভক্ত ছিলেন। তাঁর প্রিয় মারাঠি সিনেমা ছিল ‘ছত্রপতি শিবাজি’। আর মরাঠি ছবির প্রতি তাঁর এই অপার ভালবাসার কারণেই ‘ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়ান্না’-র ক্রিয়েটিভ ইউনিট তিনি মহারাষ্ট্র থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন। ছবির পরিচালক বিটি আথানিও ছিলেন তাঁর প্রিয় বন্ধু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here