Calcutta time : এই নিয়ে ভারত হারিয়ে ফেললো ৩ জন সঙ্গীত শিল্পীকে। কিছুদিন আগে চলে গেছেন নাইটঙ্গেল লতা মঙ্গেশকর। গতকাল সন্ধ্যায় প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর আজ সকালে ফের চলে গেলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী।
মুম্বাইয়ের একটি হাসপাতালে মঙ্গলবার মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার বাপ্পি লাহিড়ি।
পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক দীপক নামজোশী জানিয়েছেন, “লাহিড়ি ফুসফুসের সংক্রমণের কারণে এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, যা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)-এর জন্য সৃষ্ট হয়েছিল। আমরা সোমবার তাঁকে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি পুরোপুরি সুস্থ ছিলেন। তাঁর সব অবস্থা স্বাভাবিক ছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁর পরিবার ফোন করে। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছুটা সময় আগে ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) এর কারণে তিনি মারা যান।”
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কাকে বলে ?
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের রোগ। এই রোগে আক্রান্ত হলে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনও শুরু হয়, আবার কখনও আচমকাই বন্ধ হয়ে যায়। এর মধ্যে ঘুম ভেঙে গেলে দমবন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যেটি দেখা যায়, তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
এই রোগে আক্রান্ত রোগীর গলার পেশী স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে যায়। গলার পেশী মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। এই পেশীর শিথিলতার কারণে শ্বাস নেওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর ফলে ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।




