কোয়েল বিশ্বাস : দুজনের বন্ধুত্বটা প্রায় অনেক দিনের সেই যখন শকুন্তলা রিলিজ করেছিল ঠিক তখন থেকেই। আর তারপর থেকেই যখনই নিজেদের ছবি মুক্তি পায় তখনই একে অন্যকে শুভেচ্ছা বার্তা পাঠায়। যীশু সেনগুপ্ত ও বিদ্যা বালান স্বামী-স্ত্রীর অনস্ক্রীন অভিনয় করেছেন হিন্দি ছবি শকুন্তলায়। একটা বন্ধুত্ব তো শেষ হয় না একটা ছবিতেই তাই যিশু সেনগুপ্তর নতুন ‘বাবা বেবি ও’ ছবি মুক্তি পাওয়ার সাথে সাথেই বিদিয়া বালান তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।। তিনি বলেন এই ছবিটি হলে দর্শক ফেরাতে পারবে না যীশু, প্রেম ,মজা আর সাথে মিষ্টি গান বাবা বেবি ও মানেই হাসি মজার ফান।
এই গল্পের মূল বিষয় সারোগেসির মাধ্যমে দুই সন্তান জন্ম নেয় এবং তারা জমজ । এই গল্পের নায়ক যিশু সেনগুপ্ত বিয়ে না করেও তিনি বাবা হন। তারপরই প্রবেশ করেন নায়িকা এই গল্পে যীশুর বিপরীতে নায়িকা হয়েছেন সোলাঙ্কি রায় গৌরব চট্টোপাধ্যায় তার সাথে দুই খুদে। মুক্তি পাবে ৪ ফেব্রুয়ারি। রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় উইন্ডোজ প্রোডাকশন সংস্থা। পরিচালনায় রয়েছেন অরিত্র মুখোপাধ্যায় । এটি সরস্বতী পুজোর আগের দিন মুক্তি পাবে ।
ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথে সারাদেশ থেকে শুভেচ্ছা বার্তা শিশুর জন্য একদিকে যেমন বলিউডের বিদ্যা বালন অন্যদিকে দক্ষিণ ভারতের চিরঞ্জীবী তিনি টুইট করে বলেছেন ‘বাবা বেবি ও’ আবেগপ্রবণ ট্রেলার শেয়ার করছি আমার বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার নতুন মুভির জন্য।
ই-বার্তা দেখার পর অরিত্র মুখোপাধ্যায় তিনি বলেছেন “আমি ভাষা হারিয়েছি ধন্যবাদ চিরঞ্জিবি স্যার আপনাকে”। যীশু এবং চিরঞ্জীবীর বন্ধুত্ব বেশ কিছুদিনের তারা কিছুদিন আগে একটি দক্ষিণ ভারতের ছবিতে একসাথে কাজ করেছেন।
ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথে সারাদেশ থেকে শুভেচ্ছা বার্তা শিশুর জন্য একদিকে যেমন বলিউডের বিদ্যা বালন অন্যদিকে দক্ষিণ ভারতের চিরঞ্জীবী তিনি টুইট করে বলেছেন ‘বাবা বেবি ও’ আবেগপ্রবণ ট্রেলার শেয়ার করছি আমার বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তার নতুন মুভির জন্য।
ই-বার্তা দেখার পর অরিত্র মুখোপাধ্যায় তিনি বলেছেন “আমি ভাষা হারিয়েছি ধন্যবাদ চিরঞ্জিবি স্যার আপনাকে”। যীশু এবং চিরঞ্জীবীর বন্ধুত্ব বেশ কিছুদিনের তারা কিছুদিন আগে একটি দক্ষিণ ভারতের ছবিতে একসাথে কাজ করেছেন।