Calcutta time : প্রত্যেকেরই ত্বকের প্রতি যত্নবান হওয়া দরকার। সাধারণত সাধারণদের থেকে ত্বকের বিধি যত্ন নেন সেলিব্রেটিরাই, ঘরোয়া উপায়েই তারা অভ্যস্ত ত্বকের যত্ন নিতে। এই সেলিব্রেটিদের মধ্যে একজন হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি সবসময় এসে বলেছেন ফেস মাস্কে তাঁর ঘরোয়া উপকরণই যথেষ্ট।

এদিন একটি ফ্যাশন ম্যাগাজিনকে সাক্ষাত্‍কার দেওয়ার সময় প্রিয়াঙ্কা নিজের সৌন্দর্যের রহস্যের কথা জানিয়েছেন। অভিনেত্রীর মতে, ঘরে পাতা দইয়ের ফেসিয়াল ত্বকের জন্য সবচেয়ে উপকারী। দই ও ওটস সমানভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তাতে এক চিমটে হলুদ যোগ করে মাস্কটি ত্বকের মধ্যে ব্যবহার করে আধ ঘণ্টা রেখে দিতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলেন। পুরো বডি স্কিনকেয়ার উপকরণ হল গ্রিক ইয়োগার্ট দিয়ে স্নান করা।

শাওয়ার নেওয়ার সময় প্রিয়াঙ্কা গোটা শরীরে গ্রিক ইয়োগার্ট ঘষতে পছন্দ করেন। সাবানের মতো এটি ভালোভাবে মাসাজ করে ত্বক থেকে মৃতকোষ নিমেষে নির্মূল করতে সাহায্য করে। শুধু শরীরে নয়, চুলের যত্নের জন্য ব্যবহার করেন। খুশকি থেকে মুক্তি পেতে ও চুলের আর্দ্রতা ফেরাতে দইয়ের ব্যবহার গুরুত্বপূর্ণ।

এছাড়াও প্রাকৃতিকভাবে ত্বকের পরিচর্চা করতে বেশি পছন্দ দেশি গার্লের, দৈনন্দিন জীবনে যতটা সম্ভব আয়ুর্বেদ উপকরণ ব্যবহার করতে ভালবাসেন। শুধু তাই নয় মুখের ত্বকের জন্য বেসন, মধু, হলুদ ও দই দিয়ে ক্লাসিক বেসন ফেসমাস্ক তৈরি করেন। এর জেরে ত্বকে লাবণ্য ফিরে আসে। দাগমুক্ত ত্বকের জন্য এই ফেসমাস্কটি বেশি দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here