Calcutta time : জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। কোনো প্রাথী বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস দিচ্ছেন, আবার কোনো প্রাথী জনগণের সমস্যার সমাধান করছেন। বলতে গেলে, ইতিমধ্যে প্রাথীরা নিজের কাছে লেগে পড়েছেন। এরই মধ্যে হালিশহরবাসীর নজর কাড়লেন প্রার্থী শৈবাল রায়।
তিনি শুধু ভোট বলেই নয় একজন তৃণমূল কর্মী হয়ে তাঁর কাজ করে গেছেন। মানুষের সুখ, দুঃখে পাশে রয়েছেন। আমফান থেকে ফনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি থেমে থাকেননি। রাতের পর রাত এই হালিশহর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান করেছেন তিনি। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের সাধ্যমতো তিনি রাস্তার কুকুর-সারমেয়দের এখনো দেখাশুনা করছেন।
উল্লেখ্য, যেই সময় তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গেছিলো সেই সময় তিনি কিন্তু নিজের জায়গায় স্থির ছিলেন। এদিন তিনি জানান, “শুধু তৃণমূল প্রাথী হয়েছি বলে নয় আমি আজীবন আমার ওয়ার্ডের জন্য করে যাব। ওয়ার্ডের প্রতি আমার বিশ্বাস আছে।” তাঁর এই ভালো, দক্ষ কাজের জন্যই হয়তো দলের পক্ষ থেকে, মানুষের আশীর্বাদে, ভালোবাসায় তিনি হালিশহর ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন।