Calcutta time : ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে। আর কিছুদিনের অপেক্ষা। দিকে দিকে জোরকদমে চলছে ভোট প্রচার। কোথাও মানুষের সমস্যা সমাধান করছে প্রাথীরা, কোথাও আবার জনগণকে আশ্বাস দিচ্ছেন তাদের সমস্যা সমাধানের। সকলের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াকু কর্মী শিল্পী চ্যাটার্জি বাঁশবাড়িয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রাথী হয়েছেন।
বর্তমানে শুধু ভোট বলেই যে তিনি মানুষের সমস্যার সমাধান করছেন তা একেবারেই নয়। আজীবন তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ১৭ নম্বর ওয়ার্ডের মানুষ যত রাতেই বিপদে পড়ুক এক ডাকেই শিল্পী চ্যাটার্জিকে পাশে পেয়েছেন বাসিন্দারা। এছাড়াও আমফান, ফণির মতো প্রাকৃতিক দুর্যোগে রাতের পর রাত জেগে তিনি মানুষের পাশে থেকেছেন, সমস্যার সমাধান করেছেন। আর রাস্তার পশুদের তো সেবা করা আছেই। তাঁর এলাকার সমস্ত কুকরকে তিনি নিজে দেখাশুনা করেন।
তিনি বলেন, “যতদিন বাঁচবো মানুষের জন্য করে যাবো। আমরা শুধু মহড়া সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে।” তাই তিনি অত্যন্ত আশাবাদী রয়েছেন বাঁশবাড়িয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে। তাদের প্রতি তাঁর এই ভালোবাসার জন্যই হয়তো তিনি প্রাথী হিসাবে নির্বাচিত হলেন।