Calcutta time : পৌরসভা ভোটের আর কিছুদিনের অপেক্ষা। বেজে গিয়েছে ভোটের দামামা। ঢল নেমেছে প্রাথীদের ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগেই প্রাথীরা বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে জনগণের দুয়ারে। জনগণের সমস্যা সমাধানের জন্য। কোনো কোনো প্রাথীকে আবার দেখা গেছে মিডিয়াকে সামনে নিয়ে প্রচারে বেরোতে।
তবে, উত্তর ২৪ পরগনা জেলার এক তৃণমূল প্রাথীকে দেখা গেল পুরো অন্যরকম ভাবে মানুষের জন্য কাজ করতে। তিনি হলেন কাঁচড়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাথী শর্মিষ্ঠা মজুমদার। শুধু এখন ভোট বলে নয়, তাঁকে সবসময় মানুষের পাশে, মানুষের সাথে থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, পথচারীদের খাওয়ানো, রাস্তার কুকুর-সারমেয়দের দেখাশুনা করা সবটা তিনি এখনো নিজের হাতে করে যাচ্ছেন। তাই মিডিয়ার সামনে আসার সময়টা হয়তো তিনি পান না। এছাড়াও আমফান, ফণি প্রভৃতি প্রাকৃতিক ঝড়ের সময় তিনি তাঁর ওয়ার্ডে রাতের বেলা নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সমস্যার কথা শুনেছেন। ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন শুকনো খাবার।
এদিন তিনি বলেন, “আমি তো মহড়া, সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আপনাকে যেমন ভাবে কাজ করতে বলবেন আমি করে যাবো, আর যতদিন বেঁচে থাকবো আমার ওয়ার্ডের মানুষের পাশে, সাথে থেকে যাবো।” এর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে তাঁকে তৃণমূল প্রাথী হিসাবে বেছে নেওয়ার কারণ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, তাঁর ওয়ার্ডের মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে তিনি কাঁচড়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে টিকিট পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রাথী হয়েছেন।