ক্যালকাটা টাইম  : ফের শোকের ছায়া সিনে জগতে। প্রয়াত জেমস বন্ড sean Connery! লরি চালক থেকে খ্যাতি অস্কার,জেমস বন্ড চরিত্রে যাকে সর্বপ্রথম দেখা গিয়েছিল এবং যাকে এখনো সেরার সেরা হিসেবে বিবেচনা করা হয়, তাঁর প্রয়াণে স্তব্ধ গোটা হলিউড। শন কনারি । প্রয়াত হলেন সর্বকালের সেরা জেমস বন্ড শন কনারি। তার চরিত্রে এখনো পর্যন্ত কেউ আর অভিনয় করতে পারেননি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল 90 বছর।

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ও গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। মানুষের মন জয় করেছে যুগ যুগ ধরে তাকে নিয়ে নির্মিত হয়েছে বহু সিনেমা,তবে এই জেমস বন্ড সিনেমায় প্রথম ছিল শন। তাকেই দেখা গিয়েছিল প্রথম অভিনয় করতে

খুব সাধারন এক পরিবারে জন্ম তার বাবা ফ্যাক্টরিতে কাজ করতেন এবং লরি চালাতেন। অল্প বয়সেই কাজে যোগ দিতে হয়েছিল শন কে। প্রথমে তিনি দুধ বিক্রি করতেন তারপর নেভি তে যোগ দেন তিনি লরি ও চালিয়েছেন দৈনিক দিনমজুর খেটেছেন।

পঞ্চাশের দশকের শুরু হয় শন কনারি অভিনয় ক্যারিয়ার হাজার 951 সালে তিনি 30 থিয়েটারের ব্যাকস্টেজে সহযোগিতার কাজ করতেন।হাজার 954 সালের সাউথ প্যাসিফিক মিউজিকালি কাজের সুযোগ পান তিনি এরপরই ধীরে ধীরে থিয়েটারের প্রতি তার আগ্রহ বাড়ে হাজার 1954 সালে একটি খুব ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপরই 957 রোড ব্যাক। হাজার 962 জেমস বন্ড কে নিয়ে প্রথম সিনেমা। তারপর 007 ব্যাস এখান থেকেই ঘুরে যায় তার ভাগ্যের চাকা।

ব্রিটিশ এজেন্ট জিরো জিরো সেভেন”007″ হিসেবে দর্শক তাকে চিরকাল মনে রাখবে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here