দূরত্ব ছিল আবার , কথাবাত্রা ও ছিল তবে যাবতীয় মলিনতা ধুয়ে দিল মৃত্যু। তার মৃত্যুতে শোক জ্ঞাপন শামিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ক্যালকাটা টাইম : পুরাটা হল দাপুটে কংগ্রেস নেতা সৌমেন মিত্র রাজনৈতিক মহলে তার চালু নাম ছিল ছোড়দা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সম্পর্কটা ছিল অম্লমধুর ।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে কংগ্রেস দল থেকে উঠে এসেছে একসময়ের যুব নেত্রী মমতা শুরু করে ।কংগ্রেসের তখনই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আবারো সেই তৃণমূলেও তাকে দেখা যায় 2007 থেকে 2008 সালে যদিও 2014 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল দল থেকে সরে আসেন তিনি। দিন কয়েক আগে ক্রিয়েট তিনি নেট সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সে সময় দেখা করতে গিয়েছিলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আবারো ধ্বস নামলো কংগ্রেস রাজনীতিনিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  টুইটারেলেখেন সোমেন মিত্র মৃত্যুতে এই খবরে আমি শোকস্তব্ধ। বর্ষিয়ান নেতা কংগ্রেস সাংসদ প্রেসিডেন্ট সোমেন মিত্রের পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here