কলকাতা টাইম : চীনকে বিশ্বাস করতে রাজি নয় ভারত। তাই প্রবল ঠাণ্ডা পড়লেও এবার আলাদা কে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তার কোনো খামতি রাখতে চাইছে না। পার্বত্য দুর্গম এলাকাতে ও শীতকালে সমানতালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র-সরঞ্জাম ইত্যাদি তৈরি রাখবে ভারতীয় সেনা, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।লাদাখের পার্বত্য এলাকার লোক খুলিতে শীতকালে তাপমাত্রা শূন্য থেকেেে মাইনাস ২০ c পর্যন্ত নেমে যায়। কিন্তু  বর্তমান পরিস্থিতির কথা মাথায়় রেখে ঐ সমস্তত এলাকায় সেনাবাহিনী ও সরঞ্জাম মজুদ করে রাখতে চায় ভারতীয় সেনা।

 

দীর্ঘ সময় ধরে পূর্ব না থাকে বাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কারণ এখনো পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কমান্ডারের পঞ্চম পর্যায়ে আলোচনা করে কবে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি ।এবং কিছু জানায়নি চীন ও ।গত সপ্তাহের শুরুর দিকে আলোচনা হওয়ার কথা ছিল,শনিবার সেনা পর তারা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেন অন্যদিকে বিষয়টি নিয়ে সেনাপ্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রবল ঠান্ডাতে যাতে বাহিনী সুরক্ষিত থাকে সেই জন্য প্রয়োজনীয় পোশাক ও উপকরণ কিনছে সরকার।

ছবিসূত্র  : ইন্টারনেট                                            রিপোর্ট   : কলকাতা টাইম গ্রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here