এবার থেকে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে এক রাজ্যে সেই রাজ্যে 5 ই জুলাই থেকে শুরু হবে কার্যকর
করোনার সংক্রমণ রাখা যাচ্ছে না, কাজের জন্য মানুষকে বাইরে বের হতেই হচ্ছে’, কিন্তু ছুটির দিন রবিবার সেই দিনটি ও যেন মানুষ অযথা বাইরে না বেরোয় ভিড় না করে জমায়েত না করে তাই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের এবার থেকে থাকবে সম্পূর্ণ রবিবার লকডাউন। 5 ই জুলাই থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কর্নার বাড়বাড়ন্তের জন্য এই নিয়ম শুরু করল কর্নাটক সরকার এসেন্সিয়াল সার্ভিস বা অপরিহার্য পরিষেবাতে শুধুমাত্র মিলবে ছাড় আর বাকি রবিবার থাকবে সম্পূর্ণ লকডাউন।কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে,সরকারি অফ সব অফিস হবে 5 দিন শনিবার বন্ধ থাকবে রাজ্যে কারফিউ নটার বদলে শুরু হবে রাত আটটা থেকে চলবে ভোর পাঁচটা পর্যন্ত।তবে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাত 9 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু থাকলেও এখন রাত 10 টা থেকে ভোর 5 টা পর্যন্ত কারো চলছে।