হায় রে!, ইয়ে মেরা ইণ্ডিয়া                        ক্যালকাটা টাইম : উত্তরপ্রদেশের হাথ রাসের ঘটনায় শোরগোল দেশজুড়ে৷ এরই পরিপেক্ষিতে ন্যাশনল ক্রাইম রেকর্ড ব্যুরোর তাদের সমীক্ষার রিপোর্ট সামনে আনতেই শুরু চাঞ্চল্য৷ ভারতে মহিলাদের করণ দশার তথ্য উঠে এল সামনে৷ শুধু ধর্ষণই নয়, পণের জন্য অত্যাচার, মহিলা পাচারের মত ভুরি ভুরি ঘটনা ঘটছে প্রতি ঘণ্টায়,

Source : internet

•ঘণ্টায় প্রতি ৪ মিনিটে দেশে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরদের হাতে মার খান দেশে মহিলারা৷
•প্রতি ২ থেকে ৩ দিনে মহিলাদের ওপর হয় অ্যাসিড আক্রমণ৷
•প্রতি ১ ঘণ্টা ১৩ মিনিটে পণের জন্য অত্যাচারে মৃত্যু হয় মহিলাদের৷
•প্রতি ১ দিন ৬ ঘণ্টায় হয় মহিলাদের গণধর্ষণ ও খুন
•প্রতি ৪ ঘণ্টা পাচার হন মহিলারা৷

আর প্রতি ১৬ মিনিটে ধর্ষণের শিকার হন মহিলারা৷ প্রতি ২ ঘণ্টায় ধর্ষণের চেষ্টা হয় তাদের ওপর৷ এবং প্রতি ৬ মিনিটে শ্লীলতাহানি হয় তাঁদের৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here