Calcutta time : ভারতীয় অ্যাথলিটরা টোকিও অলিম্পিক্স আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। নরেন্দ্র মোদী অলিম্পিক্সের জন্য শুভেচ্ছা জানিয়ে ছিলেন প্রত্যেককে। মোদী বলেছিলেন যে, সিন্ধুরা অলিম্পিক্স থেকে দেশে ফেরার পর তিনি তাঁদের সঙ্গে আইসক্রিম খাবেন।
তাই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে সিন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী। যেমন কথা তেমন টাই কাজ সিন্ধুর সঙ্গে এক টেবিলে আইসক্রিম খেলেন তিনি।
গতকাল অর্থাৎ ১৫ই আগাস্টের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে সাতটি পদক নিয়ে নীরজ চোপড়া ও সিন্ধুরা দেশে ফিরেছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের এবার পারফরম্যান্সই ছিল শ্রেষ্ঠ। লালকেল্লায় ভাষণের পর মোদী তাঁর বাসভবনে সিন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানেই আইসক্রিম পর্বই ছিল আলোচনায়।
প্রসঙ্গত উল্লেখ্য, রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন সিন্ধু। এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার। সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জিতলেন।