পৌষ মাসের 8 তারিখ এবং 24 শে ডিসেম্বর বৃহস্পতিবার এর রাশিফল এই রাশিফল নক্ষত্র অনুযায়ী আপনাদের প্রতিদিন বলি।

মেষ রাশি : এই রাশির জাতক বা জাতিকা দের আজকের দিনে কার্যসিদ্ধি হবে অর্থাৎ যারা অনেকদিন ধরে কোন কাজ হচ্ছে না সেই কাজটি আজকে হবে|

বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের মোটামুটি সবদিক থেকে শুভ হবে আজকের দিন|বিশেষ করে যারা মৎস্যজীবী অর্থাৎ যারা মাছ বিক্রি করে এবং মাস ধরে তাদের পক্ষে দিনটি খুবই ভালো যাবে|

মিথুন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের ক্রোধ বেড়ে যাবে অর্থাৎ এদের আজকে খুব মাথা গরম হবে এবং তাই জন্যেই ভুলভাল কাজ করবে খুব সাবধান|

কর্কট রাশি : এই রাশির জাতক বা জাতিকা পরের কাজ করলে ক্ষতির সম্ভাবনা আছে অর্থাৎ যে কাজ করবেন নিজের করুন পরের উপকার করতে গেলে এই ক্ষতির সম্ভাবনা|

সিংহ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে কোন সাহস জনিত কাজ করবেন এবং লোক তাদেরকে সম্মান করবে|

কন্যা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের কারো সাথে মনোমালিন্য হবে অর্থাৎ যারা নবগত প্রেম করছেন তারা একটু সাবধানে চলবেন এবং স্ত্রী স্বামী মধ্যে মনোমালিন্য হতে পারে|

তুলা রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকের দিনে অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন এবং মনের মধ্যে একটি হতাশা ভাব নিয়ে আজকের দিন কাটবে.

বৃশ্চিক রাশি : এই রাশির জাতক জাতিকাদের নতুন মানুষের সাথে যোগাযোগ এবং কেউ জীবনে আসতে পারে|

ধনু রাশি : এই রাশির জাতক বা জাতিকা অর্থ নিয়ে সমস্যায় জর্জরিত হবেন অর্থকষ্ট আজকে আপনাকে ভোগ করতে হবে|তাই খুব সাবধানে দিনটি কাটাবেন|

মকর রাশি : এই রাশির জাতক-জাতিকারা চোখের সমস্যায় ভুগেন অর্থাৎ চোখের রোগ হতে পারে আজকের দিনে|

কুম্ভ রাশি : “এই রাশির জাতক বা জাতিকা কর্মে সাফল্য আসবে এবং সব দিক থেকেই সুনাম অর্জন করবেন|

মীন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের দিনটি খুবই শুভ যাবে এবং যারা পড়াশোনা করছেন তাদের পক্ষ দিনটি খুব শুভ যাবে|

বৃহস্পতিবার দশমী থাকবে রাত্রি এগারোটা 56 মিনিট পর্যন্ত|এবং সূর্যোদয় সকাল 6:21 এবং সূর্যাস্ত চারটে তেপান্ন|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মায়ের কাছে কাম্য|প্রতিদিনের মত আজকে একটি টিপস আছে আপনাদের জন্য আজকে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীবার এই লক্ষ্মী বারে আপনারা যদি ঘরে সন্ধ্যেবেলা মা লক্ষ্মীর পাঁচালী যদি পড়তে পারেন তাহলে দেখবেন ঘরে অর্থ সমস্যা কম আসবে এবং আপনারা খুব সুখে শান্তিতে থাকবেন|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here