পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি রুখে দিল সেনা, উদ্ধার ২০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি

0
476

দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলায় ২০১৯ সালের ঘটনার পুনরাবৃত্তি রুখে দিল নিরাপত্তারক্ষী বাহিনী।  ডিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাজপোরায় একটি সন্দেহজনক সান্ত্রো গাড়ি আটক করে নিরাপত্তা বাহিনী। জানা যায়, ২০ কিলোগ্রাম আইইডি ভর্তি ছিল ওই গাড়িতে। সেনা, পুলিস এবং আধা সেনার যৌথ তল্লাসিতে দুর্ঘটনা ঘটানোর আগেই উদ্ধার করা হয় ওই গাড়িটি। তবে, চালক পলাতক বলে জানা গিয়েছে।

পুলিস জানিয়েছে, এ দিন সকালে নাকা চেকিং চলাকালীন গাড়িটির তল্লাসি চালানো হয়। ভুয়ো নম্বর প্লেট ছিল বলে জানা গিয়েছে। গাড়িটি বাধা দেওয়ায়, চালক ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে। লক্ষ্য ছিল, বিস্ফোরক ভর্তি গাড়িটে আঘাত করে বিস্ফোরণ ঘটানো। কিন্তু নিরাপত্তারক্ষীদের তত্পরতায় রুখে দেওয়া সম্ভব হয়। তবে, চালক পলাতক বলে জানা গিয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার জানান, বিস্ফোরক সুদ্ধ গাড়িটিকে চালক আঘাত করার চেষ্টা করলে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। এরপর গাড়ি রেখে পালিয়ে যায় চালক। বম্ব স্কোয়াডের নিরক্ষণে পরিত্যক্ত জায়গায় গাড়িটিকে বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণ এতটা তীব্র ছিল, বেশ কিছু ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। পুলিস জানাচ্ছে, কয়েক দিন আগেই বড়সড় নাশকতা হওয়ার খবর গোয়েন্দা সূত্রে তাদের কাছে আসে। গতকাল থেকে কড়া নজর রাখা হচ্ছিল বলে জম্মু-কাশ্মীর পুলিস দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here