পুজোয় পুলিশকে মেয়েদের হাতে পরার চুরি দেবো অগ্নিমিত্রা পাল ক্যালকাটা টাইম : জলপাইগুড়িতে প্রকাশ্যে কটাক্ষ করে বললেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল ।জলপাইগুড়িতে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সাথে দেখা করতে যান অগ্নিমিত্রা পাল সেখানেই তিনি বলেন নিখোঁজ মেয়েকে খোঁজ করতে পুলিশ ঘুষ নিয়েছে নিজেদের অপদার্থতার কথা ঢাকতে থানায় তুলে নিয়ে গিয়ে সমারু মূহম্মদ বদল করতে বাধ্য করেছে পুলিশ। তাই আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে ঠিক করেছি এবার দুর্গা পুজোয় পুলিশকে চুরি উপহার দেব।আপাতত সেই চুরি হাতে পড়ে বসে থাকুক 2021 সালে আমরা ক্ষমতায় আসার পর সেই চুরি খুলে নেব।
শিলিগুড়িতেঅগ্নিমিত্রা পাল এর সাথে দেখা করতে যান রায়গঞ্জ টেংরা পাড়ার বাসিন্দা সুমেরু মোহাম্মদ তিনি বিজেপি প্রতিনিধি দলের কাছে অভিযোগ করেন এবং বলেন পুলিশ তার কাছ থেকে আট হাজার টাকা ঘুষ নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করে দেয় নি। সংবাদমাধ্যমের সামনে এসে কথা বলার পর শুরু হয় জল ঘোলা। কিন্তু ঘটনাটা এখানে না, ঘটনাটা হলো সেই রাতেই রহস্যজনকভাবে বিবৃতি বদল করে মোহাম্মদ।সে বলে আমার মেয়ে নিখোঁজ হওয়ায় আমি ভুলভাল কথা বলছি ভুল করে দুপুরে পুলিশকে ঘুষ দেওয়ার কথা বলেছিলাম আমি কোনদিনই ঘুষ দিনই আমার থেকে ভুল হয়ে গেছে।