বিনীতা দাস : এস.এম.এস. এ চ্যাট করার দিন এখন ইতিহাস, সবার কাছেই চ্যাট করার বিশ্বস্ত মাধ্যম একটাই সেটা হল হোয়াটসঅ্যাপ। একটা পয়সা না খরচ করেই অনায়াসে কোনো লিমিট ছাড়াই অগুন্তি মেসেজ পাঠানো যায় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে। যদিও হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম এই সমস্ত মাধ্যমেও অনেক মানুষ  ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে চলেছে। তবে চ্যাটের জন্য সবথেকে বেশি সংখ্যক মানুষের কাছে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, যেখানে ছবি, ভিডিয়ো-সহ জরুরি ডকুমেন্ট ইত্যাদির প্রায় সবই পাঠানো যায়। এই হোয়াটসঅ্যাপের ঝুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। আবার রয়েছে একাধিক টিপস ও ট্রিকস যেগুলি জেনে রাখলে ইউজারদের একাধিক ক্ষেত্রে সুবিধা হতে পারে। এমনই একটি ট্রিকস আজকে জেনে নিন

আজকাল প্রায় প্রতিটা ঘরে এই একটা সমস্যা যেন পিছু ছাড়তে চায় না – কেন সারাক্ষণ ধরে ফোন নিয়ে খুটখুট? আরও একটু গভীরে ঢুকলে দেখা যায়, ফোনে চ্যাট করা হচ্ছে। আর এখন চ্যাট মানেই হোয়াটসঅ্যাপ! কিন্তু কার সঙ্গে চ্যাট করছেন? যদি ফোনটা কেড়ে না নেওয়া হয় বা লুকিয়ে-চুরিয়ে না দেখা যায়, তাহলে সেই ব্যক্তি যে কার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন এতক্ষণ ধরে, তা ধরতে পারাটা অত সহজ নয়। আবার ফোন কেড়েও যে আর এক সমস্যা। পার্টনারের ফোনের পাসওয়ার্ডটা যে জানা নেই! তাহলে উপায়? এই দুনিয়ায় দুষ্কর বলে কিছুই নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই রয়েছে এমন সুবিধা, যার মাধ্যমে আপনি সহজেই জেনে যেতে পারনে কার সঙ্গে সারাক্ষণ চ্যাট করে চলেছেন আপনার সঙ্গী? আসুন জেনে নেওয়া যাক সে উপায়

1. হোয়াটসঅ্যাপ খুলেই প্রথমে উপরে ডানদিকে দেখতে পাবেন তিনটে ডট রয়েছে। সেখানে ট্যাপ করুন

2. এরপর সেটিংসে গিয়ে দেখবেন সেখানে আপনার সামনে হাজির হবে একাধিক অপশন।

3. এবার আপনি ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশনটিতে ক্লিক করুন।

4. এখানেও একাধিক অপশন দেখতে পাবেন| এবার ম্যানেজ স্টোরেজ অপশনে ক্লিক করুন।

5. এবার আপনার সামনে হাজির হবে বিরাট একটা লিস্ট| সেটাই ট লিস্ট। যার নামটি প্রথমে দেখাবে, সেই ব্যক্তির সঙ্গেই সবথেকে বেশি চ্যাট করা হয়েছে ধরে নিতে হবে। এমনকি, সেই ব্যক্তির নামের পাশে থাকবে, সামগ্রিক চ্যাটের সাইজ়, যা এমবি অথবা জিবিও হতে পারে।

তবে যাই করুন না কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে এভাবে কে কার সঙ্গে বেশি চ্যাট করেছে, তা বোঝার জন্য সেই নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি আপনার দরকার হবে। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেতে গেলে আপনার দরকার হবে সেই ব্যক্তির ফোনও। তাই যে যাই বলুক না কেন, আগে পার্টনারের ফোনের পাসওয়ার্ডটি আপনাকে জানতে হবে। তারপরই এই উপায়কে কাজে লাগতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here