Calcutta time : ইতিমধ্যে ঘোষণা হল রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারির দিন- ১৫ই জুন।
আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন- ২৯শে জুন
মনোনয়পত্র স্ক্রুটিনির দিন- ৩০শে জুন
প্রার্থীপদ প্রত্যাহারে শেষ দিন- ২রা জুলাই
ভোটগ্রহণের দিন (যদি দরকার পড়ে)- ১৮ই জুলাই
গণনার দিন (যদি ভোট হয়)- ২১শে জুলাই
প্রসঙ্গত উল্লেখ্য, ২৪শে জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। তার আগেই নির্বাচন করা হবে নয়া রাষ্ট্রপতিকে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটপ্রক্রিয়ায় কোনো প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হবে না। একমাত্র পচনশীল জৈব সামগ্রীই ব্যবহার করা যাবে।
ভারতীয় সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। সেই ইলেক্টোরাল কলেজে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদরা এবং সব রাজ্যের বিধানসভার নির্বাচিত বিধায়করা থাকেন।




