পরীক্ষা বসতেই হবে এর কোন মানে নেই পরীক্ষাও বসতেও পারে আবার নাও বসতে পারে পড়ুয়ারা।

সোমবার বোর্ডের তরফ থেকে অভিভাবকদের কাছে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে প্রথমত মে মাসের প্রকাশিত সূচি অনুযায়ী জুলাই মাসের নির্ধারিত দিনে স্কুলে পরীক্ষা দিতে পারেন তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে পরীক্ষা নাও দিতে পারে সে ক্ষেত্রে সেই বিষয়ের ফলাফল ইন্টার্নাল অ্যাসেসমেন্ট এর উপরে তৈরি করা হবে অর্থাৎ স্কুলের পরীক্ষায় বসতে চায় কিনা তা পড়ুয়াদের ইচ্ছের উপরেই ছাড়লো বোর্ড।

অভিভাবকদের কাছে দুটি প্রস্তাব সোমবার দেওয়া হয়েছে বোর্ড এর তরফ থেকে জুলাই মাসেই পরীক্ষার দিন ঠিক হয়েছিল এই নির্ধারিত দিনে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা পরীক্ষা দিতে পারে স্কুলে গিয়ে।করোনাভাইরাস এর জেরে লকডাউন এর ফলে আইসিএস ই বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করে দিয়েছিল প্রথমে সিবিএসসি বোর্ডের জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সূচি ঘোষণা করার পর আইসিএসসি বোর্ড এর জুলাই মাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল,সম্প্রীতি মহারাষ্ট্রের অভিভাবকদের তরফে , করো নাপরিস্থিতিতে আইসিএসসি বোর্ড এর পরীক্ষা যাতে অন্য উপায়ে নেওয়া হয় সে বিষয়ে মামলা করা হয় বোম্বে হাইকোর্টে সেই মামলার শুনানির সময় আইসিএসই দুই দফা প্রস্তাবের কথা বলা হয় তার পরেই বিকেলে বোর্ডের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে দুটি প্রস্তাবের মধ্যে অভিভাবকেরা যে কোন প্রস্তাব দিতে পারেন তবে সেটা স্কুল কে জানাতে হবে সকলকে জানানোর পর ইস্কুল ব্যবস্থা নেবে বিজ্ঞপ্তিতে বলা আছে 22 শে জুনের মধ্যে লিখিত আকারে স্কুলের কাছে জমা দিতে হবে কি চাইছেন পরীক্ষা দেবেন না দেবেন না। হাইকোর্টে মামলার শুনানি এখনো বাকি রয়েছে।

follow us on YouTube Instagram Twitter and Facebook… In YouTube search Calcutta time…………. Thanks for read.     For advertisement for any program call 912 335 9407, want to show your program on TV then contact usthen contact us

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here