Calcutta time : পৌরসভা ভোট গিয়ে আসছে পঞ্চায়েত ভোট। জেলায় যেই ভোটের দামামা ইতিমধ্যে বেজেও গিয়েছে। তবে এবার পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন অনুব্রত মন্ডল। এদিন একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। মানুষ তাঁকে দেখেই ভোট দেবে। পুরভোটে যেমন তৃণমূলের জয়জয়কার হয়েছে, পঞ্চায়েত ভোটেও তাই হবে। আমরা চাই মিথ্যা অভিযোগ না করে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিকে বিরোধীরা। খেলা হবে।”
উড়িষ্যাতে সদ্য সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট। আর সেখানে পঞ্চায়েত ভোটের ফল বের হতেই এক বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। অন্যদিকে, বিজয়রথ ধরে রেথে ওড়িশার প্রায় ৯০ শতাংশ আসন দখলে রেখেছে তারা। ওড়িশার পঞ্চায়েত ভোটের ফলাফলে দেখা গিয়েছে, ৮৭.২০ শতাংশ আসন দখলে রেখেছে নবীন পট্টনায়কের দল বিজেডি।
এদিকে রাজ্যের পঞ্চায়েত ভোট হতে একবছর দেরি আছে। ২০২৩ সালের প্রথম দিকেই হবে ভোট। দামামা বাজলেও প্রাথীদের নাম এখনো ঘোষণা হয়নি। নাম ঘোষণা হলেই জোরদার প্রচারে বেরিয়ে পড়বেন তারা এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যার ফল তৃণমূলকে ভুগতে হয়েছিল বলেই মনে করেন দলের অনেক নেতা৷ এবারেও পুরভোটে যে ছবি দেখা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে তার পুনরাবৃত্তি আটকাতেই আগে সময় থাকতে দলকে সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী৷