Calcutta time : বসন্ত পঞ্চমীর দিনে বিদ্যার দেবী সরস্বতীকে মন ভরে পূজা দেয় তার ভক্তরা। এই দিনে দেবী সরস্বতীর পূজা করার কিছু নিয়ম আছে।

বিশ্বাস করা হয় এদিনে দেবীকে নিষ্ঠার সাথে পূজা করলে বিদ্যা, বুদ্ধি হয়। তাই এদিনে কিছু কাজ ভুলেও করবেন না। নিয়ম মেনে চললেই মা নিষ্ঠা হবেন না।

১) বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের পোশাক পরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এদিনে কালো এবং লাল রঙের পোশাক পড়া একদমই উচিত নয়।

২) এদিন মাংস, মাছ থেকে দূরে থাকুন। একদিন না হয় নিরামিষ খেলেন। বসন্ত পঞ্চমীর দিনে অ্যলকোহল সেবনও উচিত নয়।

৩) বসন্ত পঞ্চমী হলো সবুজ ও ফলের উৎসব। এদিন ফসল কাঁটা একদমই উচিত নয়। এই দিনে বাড়ির গাছগুলিকে কোনোভাবেই ক্ষতি করবেন না।

৪) বসন্ত পঞ্চমীর দিন স্নান না করে কোনো কাজ করবেন না। আয়নার প্রথম কাজ হবে স্নান করা। তারপর সরস্বতীদেবীর পূজা করে কিছু খাবেন।

৫) মাথায় রাখবেন এদিনে কারোর ওপর রাগ করবেন না। রাগ থেকে বিরত থাকুন। ভয়েস নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি অন্যকেও ঝগড়া থেকে বিরত রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here