Calcutta time : আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় দুয়ারে রেশন প্রকল্প উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর সঙ্গেই দেউচা পাঁচামির পুনর্বাসন প্রকল্পের কথাও জানালেন তিনি

বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকের দেউচা পাঁচামি দেওয়ানগঞ্জ হরিনসিংহ কোল ব্লকে তিন হাজার চারশো একর জমিতে প্রায় এক হাজার একশ আটানব্বই মিলিয়ান মেট্রিক টন কয়লা এবং এক হাজার চারশো মিলিয়ান কিউবিক মিটার ব্যাসল্ট ডিপোজিট রয়েছে, এই কোল ব্লকটি দেশের সবথেকে বড় কোল ব্লকগুলির একটি, এর মধ্যে প্রায় এক হাজার একর জমি সরকারের, এই এলাকায় ১২টি গ্রামে চার হাজার তিনশো চোদ্দটি বাড়িতে ২১ হাজারের বেশি মানুষ বাস করেন

এই অঞ্চলের মানুষের জন্য সরকার যে পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছে তা সিঙ্গুরের জমি অধিগ্রহন প্রক্রিয়ার থেকে আলাদা বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন যে এই প্রকল্প থেকে কয়লা তোলার প্রক্রিয়া শুরু করার আগে রাজ্য সরকার সকল অংশীদারদের সঙ্গে বিস্তারিত করেছে যাতে সকলের স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব হয়

উল্লেখ্য, যে ব্যাক্তির ঐ এলাকায় বাড়ি সহ জমি রয়েছে তাদেরকে বিঘা প্রতি প্রায় ১০ লক্ষ টাকা দেওয়া হবে, এর সঙ্গেই স্থানান্তর রক্ষণাবেক্ষণ এবং গবাদি পশুর চালা তৈরির জন্য আরও পাঁচ লক্ষ টাকা এবং আর আর কলোনিতে ৬০০ বর্গফুটের একটি বাড়ি দেওয়া হবে, প্রতি পরিবার থেকে একজনকে জুনিয়র পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে, মোট ৪৯৪২টি পদ, প্রায় ৩ হাজার ক্রাশার লেবারের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে, এছাড়াও অন্যান্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here