24 অক্টোবর বিয়ে করছে নেহা কাক্কার      ক্যালকাটা টাইম : নেহা কক্করের বিয়ের খবর শুনে চোখে জল প্রাক্তন প্রেমিকের, হিমাংশ কোহলি 2014 থেকে 2018 পর্যন্ত প্রেম করেছেন তারা,নেহা কাক্কারের এক্স বয়ফ্রেন্ড জানতেনই না নেহা বিয়ে করছে।

জনপ্রিয় এবং কিউট গায়িকার বিয়ে নিয়ে মাঝেমধ্যে খবর শোনা যায়,বিগত কয়েকদিন আগে রিয়েলিটি শো এর মাঝখানে উদিত নারায়ণের গোটা পরিবারকে সাক্ষী রেখে আদিত্য নারায়ন কে বিয়ের কথা বলেছিলেন নেহা কাক্কার।
তবে পরে জানা যায় সেগুলি ছিল নিছকই এক প্রচার নেহা ও আদিত্য মিউজিক ভিডিওর প্রচার ছিল ওই বিয়ের খবর।
তবে এবার সত্যি সূত্রের খবর এ মাসের 24 তারিখ অর্থাৎ অক্টোবর 24 তারিখ বিয়ে করছেন নেহা কাক্কার কিন্তু পাত্রকে জানলে আপনি চমকে যাবেন ।
পাত্র হল পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিং হ্যাঁ, তাজিকিস্তানের গায়িকা mehernigiri Rustam প্রাক্তন বয়ফ্রেন্ড রোহন প্রীত  কে বিয়ে করছে  নেহা কক্কর,

বিয়ের খবর শুনে হিমাংশ কোহলি জানেন আমি জানতাম না নেহা বিয়ে করছে। খুবই খুশী হয়েছি ,ও জীবনে নিজের ইচ্ছে এগিয়ে যাক আমাদের মধ্যে এখন আর কোন সম্পর্ক নেই ও ভালো থাকুক ।চাই,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here