নেপালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হলো।
ক্যালকাটা টাইম : বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনার পারদ রয়েছে এই মুহূর্তে, এবার নেপালে বন্ধ হয়ে গেল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। নেপাল সরকারের দাবি নেপাল সরকার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বিরুদ্ধে ভারতীয় সংবাদমাধ্যমগুলো যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে তার জেরেই বন্ধ হলো ভারতীয় সংবাদমাধ্যম । গতকালএমনটাই জানিয়েছেন নেপালের চ্যানেল অপারেট মেগা ম্যাক্স টিভির কর্মকর্তা ধ্রুব শর্মা। তিনি আরো জানান গতকাল সন্ধ্যা থেকেই সমস্ত ভারতীয় খবরের চ্যানেল এর সিগনাল বন্ধ করে দেয়া হয়েছে শুধুমাত্র দূরদর্শন ছাড়া বাকি সমস্ত ভারতীয় খবরের চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে নেপালে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশিকা প্রকাশ হয়নি নেপালের কাঠমান্ডু থেকে।




