Calcutta time : আজ অর্থাৎ রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। আর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে তাঁর হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন এবছর থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন ২৩ জানুয়ারি থেকেই হবে।
সূত্রের খবর, এদিন বিকেল ৬টা নাগাদ ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিনের অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কারও প্রদান করবেন।
প্রধানমন্ত্রী টুইট করে জানান “দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তেই আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি, দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইটে তৈরি নেতাজির বিশাল একটি পূর্ণবয়ব মূর্তি বসানো হবে। ভারত যে নেতাজির কাছে ঋণী, তার প্রতীক হিসেবেই এই মূর্তিটি স্থাপন করা হচ্ছে।”
জানা গিয়েছে, নেতাজির মূর্তিটি ২৮ ফিট উচু ও ৬ ফিট চওড়া হবে, রাইসিনা হিলস থেকেও এই মূর্তি দেখা যাবে। তেলঙ্গনায়ে এই মূর্তি তৈরি হবে এবং পরে সেখান থেকেই দিল্লিতে নিয়ে আসা হবে।
এর আগে অমর জওয়ান জ্যোতি ছিল, সেখানেই হলোগ্রাম প্রজেক্টরটি রাখা থাকবে বলে জানা গিয়েছে, ইন্ডিয়া গেটে আগে যেখানে ইংল্যান্ডের রাজা কিং জর্জের মূর্তি ছিল, সেখানেই নেতাজির গ্রানাইটের মূর্তি স্থাপন করা হবে।